Header Ads

Study abroad in Spain

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি-১৪৫২ তম পর্ব অনুষ্ঠিত।

 চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি-১৪৫২ তম পর্ব অনুষ্ঠিত।


আজ ৩/০৬/২০২২ খ্রি. বিকাল ৫টায় শহীদ আলাউল হলে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে সাহিত্য আসর 'পদধ্বনি' অনুষ্ঠিত হয়। ১৪৫২ তম এই আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল।

স্বরচিত লেখা পাঠ করেন শওকত আলী, হাসানুজ্জামান,নুরুদ্দীন,সুমন মালিক,মুরশিদ,কাউসার লাল,হুমায়ুন কবীর,আসাদুজ্জামান আসাদ দীপংকর দ্বীপ,মশিউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ।স্বরচিত লেখার উপর আলোচনা করেন কাউসার লাল,শওকত আলী ও হুমায়ুন কবীর।

এই সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ মামুন,সুমন ইকবাল,হোসেন ফারুক, হোসেন জাকির,নজরুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.