রাঙ্গাবালী'তে মটরসাইকেল দূর্ঘটনায় স্কুল ছাত্র, নিহত১আহত ২
রাঙ্গাবালী'তে মটরসাইকেল দূর্ঘটনায় স্কুল ছাত্র, নিহত১আহত ২
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় মটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলেই জাহিদ গাজী (১৯) নামে একজন স্কুল ছাত্র নিহত হন। নিহত হলেন গাববুনিয়া গ্রামের জসিম গাজীর ছোট ছেলে। আহতরা হলেন একই গ্রামের মো: মারুফ দেওয়ান (১৮) পিতা হানিফ দেওয়ান ও মো: রিফাত প্যাদা (১২ ) পিতা আনোয়ার প্যাদা।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের গাববুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিদ,রিফাত,মারুফ তিনজনে একটি মটরসাইকেল (পালসার) নিয়ে গাববুনিয়া লঞ্চঘাটের উদ্দেশ্য বেপরোয়া গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যায়। রাস্তার পাশে তাল গাছের সাথে ধাক্কালেগে গাড়ি পুকুরে পরে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে, এতে ঘটনা স্থালেই একজন নিহত হন।
স্থানীয়রা আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে, উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়।রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম মজুমদার জানান, জাহিদ বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতের পরিবার থেকে কোন অভিযোগ না থাকার কারণে আমরা উর্দ্ধতন কর্মকর্তার সাথে কথা বলে ময়নাতদন্তে পাঠাচ্ছি।
No comments