Header Ads

Study abroad in Spain

‘এমারজেন্সি’ নামক নতুন ছবি বানাচ্ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

 ‘এমারজেন্সি’ নামক নতুন ছবি বানাচ্ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।


১৯৭৫ সালে ভারতে জরুরি অবস্থা জারির প্রেক্ষাপট নিয়ে ‘এমারজেন্সি’ নামক নতুন ছবি বানাচ্ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন তিনি। পরিচালনার পাশাপাশি ছবিটির চিত্রনাট্যও করেছেন এ অভিনেত্রী।

সম্প্রতি সংসদে ছবিটির শুটিং করতে চেয়েছিলেন কঙ্গনা। সেই মর্মে অনুরোধ জানিয়েছিলেন লোকসভার সচিবালয়েও। কঙ্গনার আবেদনের ভিত্তিতে এখনও কোনো উত্তর দেওয়া হয়নি সচিবালয়ের তরফে। তবে পিটিআই সূত্রে জানা গিয়েছে অভিনেত্রীর এই অনুরোধ হয়তো নাকচ করে দেওয়া হতে পারে।

সাধারণত সংসদে কোনো আমজনতাকে কোনোরকম ভিডিওগ্রাফি কিংবা শুটিং করতে দেওয়া হয় না। তবে যদি সেটা কোনো সরকারি কাজ বা জরুরি কাজের জন্য করা হয়ে থাকে সেটা আলাদা। এমনটাই জানানো হয়েছে পিটিআইয়ের তরফে।

সংসদের ভেতরে কেবলমাত্র দূরদর্শন এবং সংসদ টিভিকে ভিডিওগ্রাফি এবং শুটিং করার অনুমতি দেওয়া আছে। অন্য কাউকে নয়। পিটিআইয়ের তরফে আরও জানানো হয়েছে যে এর আগে কোনো ব্যক্তি বা প্রাইভেট কোম্পানিকে তাদের কোনো ব্যক্তিগত কাজের জন্য কোনোরকম ভিডিওগ্রাফি বা ছবি তোলার অনুমতি দেওয়া হয়নি সংসদের মধ্যে।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.