গেন্ডারিয়া থানাধীন ধুপখোলা মাঠ সংলগ্ন এলাকার অবৈধ বাজার বসে ব্যাপক চাঁদাবাজী
গেন্ডারিয়া থানাধীন ধুপখোলা মাঠ সংলগ্ন এলাকার
স্টাফ রিপোর্টার: বাদল
ডিস্টিলারি রোডের ফুটপাত ও সড়ক দখল করে গড়ে উঠেছে অবৈধ বাজার। যার দোকান প্রতি ২০০ থেকে ৩০০ টাকা হারে প্রতিদিন চাঁদা আদায় করা হচ্ছে বলে জানা গেছে। দোকানদার সূত্রে জানাজায় ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জোহার ভাতিজা রবিনের শেল্টারে আরমান @ সোর্স আরমান ও আনোয়ার @ মোল্লা আনোয়ারের পরিচালনায় চাঁদা আদায় করছেন জলিল, আলঙ্গীর, ফেরদৌস এবং এ এস আই জুয়েল রানা ও এ এস আই রহমমান।
এবিষয়ে আমাদের প্রতিবেদক তার পরিচয় গোপন করে এলাকার স্হানীয় লোকজন ও চাঁদা আদায়কারিদের সাথে কথা বললে তাদের সূত্রে জানাযায় ৪৫নং ওয়ার্ড আওয়ামি লীগ সভাপতি হাসান আসকারীকে তার সহযোগী সেলিমের মাধ্যমে, এসি ওয়ারী জোন, ওসি গেন্ডারিয়ায় থানা গেন্ডারিয়া ফাঁড়ী ইনচার্জ পি আই, মোস্তফা কামাল এসি পেট্রোল সহ সকলের উৎকোচ মাসোহারা তাদ কাছে পৌঁছে দেন চাঁদা আদায়কারী জলিল, আলমগির ও ফেরদৌসের মাধ্যেমে। এবিষয়ে আমাদের প্রতিবেদক ঘটনাস্থল পরিদর্শন করলে দেখা যায়
ফুটপাত ও সড়কে গড়ে ওঠা স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে কাঁচা সবজি, মাছ ও মুরগির, ফলের দোকান সহ বিভিন্ন ধরনের রকমারি খাবার ও রেন্ট একারের কাউন্টার রয়েছে। ফুটপাত ছাপিয়ে রাস্তায় চলে আসা ভাসমান এসকল দোকান গুলোর কারনে ফুটপাত ও সড়ক দখল হয়ে যাওয়ায় প্রতিনিয়ত পথচারী ও যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
বাঁশ-কাঠ দিয়ে ফুটপাতে এসব দোকান তোলা হয়েছে। ওপরে ত্রিপলের ছাউনি। কাঁচা সবজি, ফলমূল, আদা, পেঁয়াজ, রসুন, মাছ, মুরগি বিক্রি হচ্ছে। কয়েকজন ফুটপাতে বসে মাছ কাটছেন। লোকজন বাজার থেকে মাছ কিনে নিয়ে ফুটপাতে মাছ কাটাচ্ছেন।
বাজারটির শেষ মাথায় সাইদ খোকন কমিউনিটি সেন্টারের ভিতরে ৪৫ং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জোহার কার্যালয় রয়েছে সেখানে বসে তার ভাতিজা হাজী মোঃ মনিরুল হক রবিন সাধারণ সম্পাদক গেন্ডারিয়া থানা জাতীয় পার্টি ও তার সহযোগী আরমান @ সোর্স আরমান এবং আনোয়ার @ মোল্লা আনোয়ারের পরিচালনায় তাদের চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। চোখ রাখুন আগামীতে।
No comments