Header Ads

Study abroad in Spain

কন্ঠশিল্পী রাজিবের সম্পত্তি দখলের অভিযোগ ভূমিদস্য সন্ত্রাস মোঃ নসরুল্লাহ ক্ষমতার জোর কোথায়,,

 কন্ঠশিল্পী রাজিবের সম্পত্তি দখলের অভিযোগ ভূমিদস্য সন্ত্রাস মোঃ নসরুল্লাহ ক্ষমতার জোর কোথায়,, 



স্টাফ রিপোর্টারঃ


নয়াবাজার বংশাল এলাকায় ২নং সামছাবাদ এর বাসিন্দা মোঃ নসরুল্লাহ গং ও তার ভাতিজা এইচ, এম রাজিব এর নিকট থেকে ৫০০ স্কয়ারফিট জমি বিভিন্ন কৌশলে ০৬ তলা ভবন নির্মানের জন্য ভোগ দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।



প্রকাশ থোকে যে , বিগত ৪ (চার) বছর পূর্বে অভিযুক্ত নসরুল্লাহ ও তার সন্তানেরা এইচ. এম রজিব কে ০১ টি ফ্লাট দেওয়ার শর্তে ৫০০ (পাঁচশত) স্কয়ারফিট জমির উপর ০৬ (ছয়) তলা ভবন নির্মান করার জন্য চুক্তিপত্র সম্পন্ন করে।


দুঃখজনক হলেও সত্য  ভুক্তভোগী এইচ.এম রাজিব চাচা ও চাচাত । ভাইদের অত্যাচার

দীর্ঘদিন নীরবে সহ্য করে একজন শান্তিপ্রিয় মানুষ হিসেবে স্থানীয় কাউন্সিলর সহ গণ্যমান্য ব্যক্তিদের স্বরণাপন্ন হয়ে নিজের ন্যাযতা ভিত্তিক অধিকার আদায়ের চেষ্টা করতে থাকলে ভয়ানক প্রকৃতির সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকা মোঃ নসরুল্লাহ গং এইচ, এম রাজিব কে শাসন গর্জন ও প্রাণ নাশের হুমকী দিয়ে জমি রেজিষ্ট্রেশন করে দেওয়ার প্রস্তাব রাখে।



এহেন ন্যাক্কারজনক ঘটনার হাত থেকে পরিত্রান পেতে ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর এম.এ. মান্নান এর নিকট সুরাহা পাওয়ার জন্য বিনয়ের সাথে ভূক্তভোগী অনুরোধ জানায়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা ও ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর এম.এ. মান্নানকে অবহিত করায় সন্ত্রাসীচক্র ভুক্তভোগীর উপর মারমুখী হয়ে ওঠে ।


অসহায় এইচ.এম রাজিব নিরাপত্তাহীনতায় ভোগার কারনে আইনের প্রতি আস্থা ও

শ্রদ্ধাশীল থাকার সুবাদে গত ২৪/১২/২০২২ ইং তারিখে বংশাল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ নং ৬৩২ , তারিখ ২৪/১২/২০২২ইং যাহা তদন্ত চলছে এবং তদন্তকারী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেনএস.আই. প্রভাকর রায়।


উল্লেখ থাকে যে, ভূমি দশ্যু হিসেবে ইতিপূর্বে সহোদর ছোট বোনের সম্পত্তি জোর পূর্বক দখলে নেওয়ার প্রমানিত অভিযোগে নসরুল্লাহ এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় । পরবর্তীতে দীর্ঘ ১৭ বছর হয়রানী শেষে বিজ্ঞ আদালত

নসরুল্লাহ এর দখল থেকে জমি উদ্ধার করার আদেশ জারী করেছে মর্মে জানা যায়। এছাড়াও নসরুল্লাহর বড় ছেলে একাধিক মামলার আসামী মোঃ ওয়াহিদ একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বটে।


জমি দখল , মাদক ব্যবসা সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত মোঃ ওয়াহিদ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে কারাবরণ করেছে বলে সুস্পষ্ট প্রমান মিলেছে। সর্বশেষে এতিম , অসহায় একজন সফল সঙ্গীত শিল্পী এইচ, এম রাজিব তার বসত বাড়ীটি অবৈধ দখলদার মোঃ নসরুল্লাহ গং দের হাত থেকে উদ্ধার পূর্বক দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।


পরবর্তীতে ঘটনার সত্যতা সম্পর্কে কাউন্সিলর এম. এ. মান্নান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে যানা তিনি প্রতিবেদক কে জানান দীর্ঘদিন

মোঃ নসরুল্লাহ গং এইচ. এম .রাজিব কে মানসিক ও আর্থিকভাবে ক্ষতি সাধন করে যাচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করার পাশাপাশি তিনি সুবিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস ও প্রদান করেন।

(চলবে)

No comments

Theme images by konradlew. Powered by Blogger.