সভ্যাতার আলোর স্টাফ রিপোর্টার রোমানকে মাদক সেবনের দায়ে ২৮ দিন কারাদণ্ড
সভ্যাতার আলোর স্টাফ রিপোর্টার রোমানকে মাদক সেবনের দায়ে ২৮ দিন কারাদণ্ড
সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক সেবনের দায়ে সভ্যাতার আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রোমান হাওলাদারকে মাদক সেবনের দায়ে ১ হাজার টাকা জরিমানা ও ২৮ দিনের কারাদণ্ড এবং তাকে মারধর করার কারণে আশিক নামে অপর এক যুবককে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।
সোমবার রাত সাড়ে ১১ টার দিকে সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত রোমান হাওলাদার উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দন গ্রামের তাজুল ইসলামের ছেলে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুল হক জানান, রোমানকে জনগণ আটক করে ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে অবহিত করে পরে পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তার মাদক গ্রহণের সত্যতা পাওয়ায় তাকে ২৮ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেয়। আর যারা আটক করেছিল তাদের মধ্য থেকে আশিক নামের একটা ছেলে তাকে মারধর করায় আশিক কেও ৫ হাজার
টাকা অর্থ দণ্ড প্রদান করে।উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা বলেন, মাদক সেবন করে এলাকায় শান্তি- শৃঙ্খলা বিঘ্ন করার কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় ১হাজার টাকা জরিমানা ও ২৮ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া অপর একজনকে মারামারি করার দায়ে দন্ডবিধির আওতায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।#
No comments