Header Ads

Study abroad in Spain

স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

 স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন



দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর দশমিনায় যৌতুক না পেয়ে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী। এ ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্বপ্না। বুধবার বিকাল ৪টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিন দাস পাড়া গ্রামে বাবার নিজ বাড়িতে ভুক্তভোগী পরিবারের এ সংবাদ সম্মেলন করেন।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্বপ্না বলেন, ২০১৬ সালে ঢাকা শনির আখড়া এলাকায় মোফাজ্জেল হোসেন ওরফে সাগর এর সাথে প্রেম সংগঠিত সম্পর্কে মাধ্যমে বিয়ে হয়। বিয়ের ৩বছর পরে তাদের ঘরে ১টি পুত্র সন্তানের জম্মহয়। সন্তানের জম্মের পর থেকে এ পর্যন্ত ৬বার বাবার বাড়ি থেকে প্রায় সাড়ে ৩লাখ টাকা যৌতুক এনে দিয়েছি। 

বর্তমানে ৩লাখ টাকা যৌতুক দাবী করে স্বামী মোফাজ্জেল হোসেন ওরফে সাগর। যৌতুকের টাকা না পেয়ে বড় ননদ, ভাশুরের মেয়ে, ভাশুরের ছেলেও মোফাজ্জেল হোসেন নিজে মারধরসহ নানাভাবে শারীরিক-মানসিক নির্যাতন চালায়। 

চলতি বছরের ২৬জানুয়ারী স্থানীয় একটি এনজিও থেকে দেড় লাখ টাকা ঋন করে দিলে বলে আমি ঋন তুলে দিতে রাজি না হওয়ায় আমাকে মারধরসহ নানাভাবে শারীরিক-মানসিক নির্যাতন শুরু করে। ৩০জানুয়ারী শারীরিক-মানসিক নির্যাতনের ভয়ে ছোট ননদের বাড়িতে আশ্রয় নেই। 

সেখানে গিয়ে আমাকে মারধর করে এবং খুন করার কথা বললে আমি গোপনে ৯৯৯নম্বরে কল দেই এর আগে আবার চাচাতো ভাইও ৯৯৯নম্বরে কল করলে বরিশাল বন্দর থানা পুলিশ আমাকে হেফাযত করেন এরপরে আমার চাচা ও চাচাতে ভাই থানা পুলিশ হইতে ওই রাত ২টায় জিম্বায় নেন। আমার স্বামী নিয়োমিত একজন মাদক ব্যবসায়ী। বরিশাল সাইবের হাট বন্দর থানার সিংহের কাঠি গ্রামের মৃত.হাফেজ হাওলাদারের ছোট ছেলে মোফাজ্জেল হোসেন ওরফে সাগর।  

এসব ঘটনার প্রতিকার চেয়ে প্রশাসন ও প্রধানন্ত্রীর সহযোগিতা চেয়েছেন এবং বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এই নারী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর নারীর মা সুফিয়া বেগম, চাচা আমির হোসেন সিকদার, চাচাতো ভাই রায়হান বাদল রাকিব, হুন্ডা চালক মো. হাসান মুন্সি ও ভাইর ছেলে রাব্বি।###


রবিউল হাসান ডব্লিউ 

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

০১৭৫১০৩৭১৫৪

No comments

Theme images by konradlew. Powered by Blogger.