Header Ads

Study abroad in Spain

তরমুজের মাঠ দিবস আয়োজনে রফিক সিডস।

 তরমুজের মাঠ দিবস আয়োজনে রফিক সিডস। 



 স্টাফ রিপোর্টার


পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ০৭-০৮-০৩-২৩ ইং রোজ মঙ্গলবার ও বুধবার দুইদিন ব্যাপি F-1হাইব্রিড  তরমুজের মাঠদিবস ও আলোচনা সভা  এবং কৃষকের মাঝে পুরস্কার বিতরণ করেন রফিক সিডস।


তরমুজ চাষিদের পরিস্থিতি দেখতে ডাকুয়া,চরবিশ্বাস,চরকাজল,রতনদি তালতলী, ইউনিয়নের মাঠ পরিদর্শন করেন রফিক সিডস এর ব্যবস্থাপনা পরিচালক(এমডি) মোঃ রফিকুল ইসলাম । হেড অব দা ডিপার্টমেন্ট মনিরুল ইসলাম মনির, খুলনা জোনের সাজ্জাদ হোসেন, বরিশাল জোনের মিজানুর রহমান মুন্সি , পটুয়াখালীর মোমিনুর রহমান ও এলাকার সুশীল সমাজ। 


 রফিক সিডস সুপার গ্রেড- ১ ও বিগ বস RS, তরমুজ শীত সহনশীল  ও আগাম জাত । আকারে অনেক বড় (১২-১৫)কেজি, খেতে খুব সুস্বাদু ও মিষ্টি। তবে ফলটি বিষক্রিয়া মুক্ত এবং বাজারজাতে ও পরিবহনের সময় ফাটল ও পচন সহনশীল। 


তিন মাসের অক্লান্ত পরিশ্রমে সফলতার চাবিকাঠি ফিরে পেলো  কৃষক। এবছর রফিক সিডস সুপার গ্রেড-১ ও বিগবস RS বীজ রোপণে ভালো  ফলন হওয়ায় হতাশার কালো ছাপ কেটেছে তরমুজ চাষিদের।


সরোজমিনে দেখা যায় বিগত দুই বছর যাবত রফিক সিডস এর সুপার গ্রেড-১ রোপনে ৮০ভাগ তরমুজ চাষী বাম্পার ফলন ও লাভের মুখ দেখছে এবং আগামীতে ভালো ফলন পাবে এমনটাই আশা চাষিদের।


এবিষয়ে গলাচিপা ইউনিয়নের কৃষক জামাল বলে, আমি এবছর রফিক সিডস সুপার  গ্রেড ওয়ান-১ বীজ রোপণ করে ভালো ফলন ও লাভবান হয়েছি।আমি ৬০ কাঠা জমিতে ছয় লক্ষ টাকা বিক্রি করেছি।আমার আশেপাশে অনেক চাষিরা রফিক সিডস সুপার গ্রেড -১ বীজ রোপণ করে লাভোবান হয়ে ঋণ পরিশোধ করেছে।


 এই বিষয়ে ডিলার আলামিন বলেন  আমি দুই বছর যাবত রফিক সিডস সুপার গ্রেড-১ বীজ বিক্রি করে আসছি এখন পর্যন্ত কোনো প্রকার সমস্যার কথা কৃষকরা বলেনি, ভালো ফলন হয়েছে ইনশাআল্লাহ।


রফিক সিডস এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন,আমি ৮০০কিলোমিটার পদ বেয়ে আপনাদের মতামত জানতে  ও সরজমিনে দেখতে আসলাম । আমার এই বীজ আপনাদের মাঝে বিতরণ করে যে আনন্দ পেয়েছি তা ভাষায় বুজাতে পারব না।আমি ওয়াদা করলাম, আগামীতে আপনাদের হাতে সঠিক বীজ তুলে দিব ও সব সময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.